প্রকাশিত: Tue, Apr 4, 2023 12:30 PM
আপডেট: Mon, Jan 26, 2026 1:52 PM

অন্যকে দোষ না দিয়ে, নিজের নির্বুদ্ধিতাকে ঝালিয়ে নিতে হয়

ফারহানা আহমেদ : ডিপার্টমেন্টাল স্টোরে একজন বললো, আমার একটা মাত্র আইটেম। আমি কি আগে নিতে পারি? বললাম, নিন না। উনি ট্রলিসহ এগিয়ে গেলেন। হাতে একটা জিনিস ধরা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এতো বিশাল ট্রলি উনি লুকিয়ে রেখেছিলেন কোথায়? বহুবার চোখাচোখি করার চেষ্টা করলাম। উনি চোখে চোখ রাখছেনই না। এরপর শিক্ষা পেলুম। আর গাধামি নয়। গেলাম জেনারেল স্টোরে। চালের গুঁড়ি কিনতে। পরিচিত দোকান। ঠকানোর প্রশ্নই উঠে না। জিজ্ঞেস করলাম, দাম কতো? বললেন, আমাদের নিজেদের ভাঙানো গুঁড়ি আপা। কেজি ৭০ টাকা। নেওয়ার পর পাশের একজন এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, চালের গুঁড়ি কতো? দোকানদার জবাব দিলো, ১০০ টাকা। আমাদের নিজেদের ভাঙানো গুঁড়ি। খেয়ালই করেননি, আমি তখনো দাঁড়িয়ে আছি। শিখলাম, পরিচিত অপরিচিত নেই। মানুষ সুযোগ পেলেই মানুষ ঠকায়। 

একটা জরুরি কাজে একজনকে মেসেজ দিলাম। সে লিখলো, বাইরে আছি। নেট কাজ করছে না। বাসায় ফিরে জানাচ্ছি। তখনো তাকে অ্যাক্টিভ দেখাচ্ছে। তার কিছুক্ষণ  পর ফেসবুকে সে তিনপাতার একটি লেখাও প্রসব করে ফেললো। বুঝতে পারলাম, সবার সময় সবার জন্য নয়। কিছু জিনিস বুঝে নিতে হয়। কিছু জিনিস বিশ্বাস করতে হয় না। কিছু জিনিস নজর রাখতে হয়। অন্যকে দোষ না দিয়ে, নিজের নির্বুদ্ধিতাকে ঝালিয়ে নিতে হয়। শুদ্ধ মানুষ গড়তে বইয়ের চাইতে বাস্তব অভিজ্ঞতা বেশি কার্যকর। ফেসবুক থেকে